Templates by BIGtheme NET

জাতীয় শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশনের কর্মসূচি

বিএনএস টাইমস,নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৭ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছেঃ- পুষ্পস্তবক অর্পণ, কুরআনখানি ও মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, ‘ইসলাম ও বঙ্গবন্ধু’ শীর্ষক টক-শো, বিশেষ স্মরণিকা এবং মাসিক অগ্রপথিক ও সবুজপাতার জাতীয় শোক দিবস সংখ্যা প্রকাশ, ফ্রি চিকিৎসা সেবা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মিলাদ মাহফিল ও আলোচনা এবং হিফয ও রচনা প্রতিযোগিতা।

পুষ্পস্তবক অর্পণঃ- জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট সকাল ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইসলামিক ফাউন্ডেশন কল্যাণ সংস্থা ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করবেন।

কুরআনখানি ও মিলাদ মাহফিলঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্যবৃন্দ এবং ১৫ আগস্ট শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সকাল ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে কুরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআনখানি ও সকাল সাড়ে ১০ টায় মিলাদ ও মুনাজাত অনুষ্ঠিত হবে। মুনাজাত পরিচালনা করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

এছাড়া চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদে অনুরূপ কুরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা: ১৫ আগস্ট সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম’ শিরোনামে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি থাকবেন ধর্মসচিব মোঃ আব্দুল জলিল ও ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

ăn dặm kiểu NhậtResponsive WordPress Themenhà cấp 4 nông thônthời trang trẻ emgiày cao gótshop giày nữdownload wordpress pluginsmẫu biệt thự đẹpepichouseáo sơ mi nữhouse beautiful